লক্ষ্মীপুরের রায়পুরে মাকে জবাই করে হত্যা, ছেলে গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে মাকে জবাই করে হত্যা, ছেলে গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ধারালো দা দিয়ে মাকে জবাই করে হত্যা করেছে পাষন্ড ছেলে। শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দরবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম (৬০) ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী ঘাতক ছেলে জাফর হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে।
নিহত শেফালী বেগমের বড়ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণ হয়েছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে কিন্তু খারাপ আচরণ করতেন।

আরও পড়ুন

×