প্রকাশিত: 29/08/2020
দেশের খ্যাতিমান সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে মরহুমের নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মন্জুরুল আহসান বুলবুল শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যান্যদের মাঝে আরো শ্রদ্ধা জানান জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া কাজল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদসহ মরহুমের পরিবারের সদস্য ও সাধারণ জনগণ।