প্রকাশিত: 30/08/2020
যশোরের শার্শা বাগআঁচড়া এলাকা থেকে শনিবার (২৯শে আগস্ট) সকালে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ওয়াসিম গাজী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বাগআঁচড়া তদন্তকেন্দ্রের পুলিশ। আটক ওয়াসিম শার্শা বাগআঁচড়ার সাতমাইল হাসপাতাল মোড়ের মৃতঃ সাত্তার গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে বাগআঁচড়া সাতমাইল গ্রামস্থ সাতমাইল টু গোগা রোডে মনোয়ারা অটো রাইচ মিলের গেইটের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন সংবাদে শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই আকবর হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ওয়াসিমকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।