প্রকাশিত: 30/08/2020
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে মাকে পেটানোর অভিযোগে মাজেদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় অসুস্থ নানার জন্য বাজার থেকে সু-স্বাদু খাবার কিনে আনতে বলায় দুই ছেলে ও ছেলের স্ত্রী মিলে মা মাজেদা বেগমকে পিটিয়ে আহত করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার অফিসার ইর্নচাজ এস এম জাহিদ ইকবাল। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে মাজেদা বেগমের বড় ছেলে মাজেদুল ইসলামকে রাতে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।