প্রকাশিত: 31/08/2020
ঝিনাইদহের কালীগঞ্জ চিত্রা নদীতে ডুবে সৌখিন মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৮ টার দিকে। নিহত যুবক কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের আফজাল মন্ডলের ছেলে।
আজ সকালে গ্রামের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে ব্রীজের উপর বসেছিলো সৌখিন মন্ডল। এ সময় সে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিঁখোজ হয়। এরপর এলাকাবাসি ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।