প্রকাশিত: 31/08/2020
প্রবীণ রাজনৈতিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক ও ডাকসুর সাবেক ভিপি ফেরদৌস আহমেদ কোরেশী মস্তিস্কে রক্তক্ষরণজনিত জটিলতায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
কোরেশীর সহধর্মিনী নিলুফার পান্না কুরেশী’র মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি আরো বলেন, তার মেয়ের বাসায় আজ সোমবার দুপুর দেড়টার দিকে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
দীর্ঘ ৫ বছর ধরে জনাব কোরেশী বার্ধক্যকনিত নানা রোগে চিকিকৎসা নিচ্ছিলেন। ২০১৫ সালে অক্টোবরে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তিনি নানান জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, আজ বাদ আছর জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে ফেনীর দাগনভূঁইয়ার নিজ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।