প্রকাশিত: 31/08/2020
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই। গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ এবং রেফারেল হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে ভর্তির পর প্রণব মুখার্জির মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরীভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর গভীর কোমায় চলে যান সাবেক এই রাষ্ট্রপতি। এরমধ্যে তার শরীরে করোনাভাইরাসও ধরা পড়েছিল।
প্রণব মুখার্জির বয়স প্রায় ৮৬ বছর। তিনি ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত।