প্রকাশিত: 01/09/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী বেওয়া (৬৫) নামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পৌরএলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত লাভলী বেওয়া ওই এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বারান্দায় টিনের সাথে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়ে ছিল। ওইদিন সকাল ১০ টায় রান্না শেষে পানি নিয়ে আসার সময় নিচু বারান্দার টিন মাথা স্পৃষ্ট হলে লাভলী বেওয়া বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিয়ে লুপিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।