ফুলবাড়ীতে মোটরসাইকেলসহ গাঁজা উদ্ধার : আটক দুই

ফুলবাড়ীতে মোটরসাইকেলসহ গাঁজা উদ্ধার : আটক দুই

দিনাজপুরের ফুলবাড়ী অভিযান চালিয়ে মোটরসাইকেল এবং দুই কেজি গাঁজাসহ মোহাব্বত (৩৩) ও মাহফুজকে (৩৫) আটক করেছে থানা পুলিশ। গত সোমবার পৌনে ১১ টায় উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট- চকএনায়েতপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোহাব্বত শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং মাহফুজ ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট-চকএনায়েতপুর সড়কে অবস্থান নেন ফুলবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) রওশন, উপ পরিদর্শক (এসআই) আরিফ এবং সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাল। ওই পুলিশ সদস্যরা রাত পৌনে ১১টায় মোহাব্বত ও মাহফুজকে দুইকেজি গাঁজাসহ একটি নতুন হিরো
ইগনেটর (নাম্বারহীন) মোটরসাইকেলটি আটক করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল ও দুইকেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নং-১।

আরও পড়ুন

×