প্রকাশিত: 02/09/2020
চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় বেসরকারি একটি কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংক বিস্ফোরণে ৩ ব্যক্তি নিহত এবং আহত আরো ৩ জন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইনকনট্রেন্ড কনটেইনার ডিপোতে কনটেইনার পরিবহনের কাজে নিয়োজিত একটি লরিতে এই বিস্ফোরণ ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের সৈয়দ প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন, আরমান, মোক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন মিস্ত্রি এবং অপরজন কনটেইনার ডিপোর কর্মী বলে পুলিশ জানিয়েছে।