ফুলবাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা পরিচালক পলাতক : কর্মরত দুই নারী আটক

ফুলবাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা পরিচালক পলাতক : কর্মরত দুই নারী আটক

অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা ব্রিজ সংলগ্ন ডক্টরস্ পয়েন্ট এন্ড চৌধুরী ডায়াগনিস্টিক সেন্টার নামের একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এতে ক্লিনিকের পরিচালক পলাতক রয়েছেন।
গতকাল রবিবার দুপুর সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল আলম সুমন এ অভিযান পরিচালনা করেন।
এসময় ওই ক্লিনিকের পরিচালক নূর আলম চৌধুরী জয় ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। জিজ্ঞাসাবাদের জন্য ওই ক্লিনিকে কর্মরত দুই নারীকে আটক করা হয়েছে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছা. নাদিয়া আলমসহ থানার সঙ্গীয় ফোর্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল আলম সুমন বলেন, ক্লিনিকের বৈধ কোনপ্রকার কাগজপত্র নেই। ভুয়া অনুমোদনপত্র দেখিয়ে দীর্ঘদিন থেকে চলছে ক্লিনিকটি। ভুক্তভোগী রোগীর অভিযোগে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। ক্লিনিকটি সিলগালাসহ ক্লিনিকে ব্যবহৃত দুইটি যন্ত্র জব্দ করা হয়েছে। ক্লিনিকের পরিচালককে আটক করা সম্ভব হয়নি।  
 

আরও পড়ুন

×