ফুলবাড়ীতে কলেজছাত্রী বুলবুলি হত্যাকারী বাস চালকের শাস্তির দাবীতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

প্রকাশিত: 14/09/2019

ডে-নাইট নিউজ

ফুলবাড়ীতে কলেজছাত্রী বুলবুলি হত্যাকারী বাস চালকের শাস্তির দাবীতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের মেধাবী ছাত্রী বুলবুলি রায়ের হত্যাকারী বাস চালকের শাস্তির দাবীতে গতকাল বুধবার সড়কের ওপর গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ব্যানার, ফ্যাস্টুনসহ বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের শহীদ স্মৃতি আদর্শ কলেজের সম্মূখ সড়কে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা ঘাতক বাস চালকের শাস্তির দাবিসহ কলেজ গেটের সামনের সড়কে গতিরোধক (্স্পীড ব্রেকার), যাত্রী ছাউনী, বাইপাস সড়ক, ট্রাফিক পুলিশ মোতায়েন, শহর এলাকায় বাস-ট্রাকসহ সকল প্রকার যানবাহনের গতি সবোর্চ্চ ৪০ কিলোমিটারসহ নিহত শিক্ষার্থী বুলবুলি রানী রায়ের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহত শিক্ষার্থী সম্পা রানী রায়ের চিকিৎসা নিশ্চিতের দাবী জানান।
অবরোধ কর্মসূচি চলাকালে দাবীর সমর্থনে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন, প্রভাষক গোলাম কিবরিয়া, প্রভাষক মঞ্জিল মোরশেদ, প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, শিক্ষার্থীদের মধ্যে কলেজ ছাত্র ফাহিম ইসলাম, অপূর্ব রায়, শাহারিয়ার ইমন, শ্রাবণ চন্দ্র, দীপু রায় প্রমুখ।
অবরোধ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী ও থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুল হাসান ঘটনাস্থলে এসে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সাথে তাদের দাবী নিয়ে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী শিক্ষার্থীদের দাবীগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  এ সময় সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, পৌর কাউন্সিলর হারান দত্ত উপস্থিত ছিলেন। 
শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ফুলবাড়ী-দিনাজপুর, বগুড়া, ঢাকার মধ্যে চলাচলকারী ছোটবড় শতাধিক বিভিন্ন যানবাহন সড়কের দুই পার্শ্বে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীবাহী বাসের নারী, শিশু ও বৃদ্ধরা। 
উল্লেখ্য, গত রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কলেজ থেকে অটোরিকশায় বাড়ী ফেরার পথে দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী রাজদূত নামের বাসের ধাক্কায় কলেজছাত্রী বুলবুল রানী রায় ও সম্পা রানী রায়সহ পাঁচজন আহত হন। এদের মধ্যে বুলবুলি রানীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে পরদিন বেলা সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় বুলবুলি রানীর মৃত্যু হয়।
একইভাগে গত ১ জুলাই কলেজ থেকে বাড়ী ফেরার পথে কলেজ সংলগ্ন সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই কলেজের ছাত্র কামরুজামান নয়ন এবং এর পূর্বে থানা গেটের সামনে একই কলেজের ছাত্র নাঈমুর ইসলাম নাঈম নিহত হন। 
 

আরও পড়ুন

×