সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল ৭৪ বার পেছালো

প্রকাশিত: 08/09/2020

নিজস্ব প্রতিবেদন:

সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল ৭৪ বার পেছালো

সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার প্রতিবেদন দাখিলের দিন ৭৪ বার পেছালো। মঙ্গলবার এ মামলা তদন্ত প্রতেবেদন দাখিলের দিন ধার্য ছিল।

র‍্যাবের তদন্ত কর্মকর্তা নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেননি, তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন আগামী ১৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। এ নিয়ে এই প্রতিবেদন দাখিলের তারিখ ৭৪ বার পেছানো হলো।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

×