কক্সবাজারের তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন( র‍্যাব) ৭ বহনকারী গাড়িটি জব্দ করা হয়।

প্রকাশিত: 09/09/2020

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের তিনজন মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছেন( র‍্যাব) ৭ বহনকারী গাড়িটি জব্দ করা হয়।

কক্সবাজার থেকে গাড়ী বহন করে মাদক নিয়ে যাওয়ার পথে 

চট্টগ্রামের কর্ণফুলীতে র‍্যাব-৭ এর অভিযানে ১৩ হাজার ৬৭০পিস ইয়াবা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।সোমবার (৭সেপ্টেম্বর) সকালে উপজেলার শিকলবাহা এলাকায় এ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মাইক্রো বাস জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন-কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা এলাকার দানু মিয়ার ছেলে মো. দিদারুল আলম (৪৮), সামশুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম (১৮) ও মো. আমজাদ উল্লাহর ছেলে মো. সোয়েব (২২)।র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, সোমবার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কর্ণফুলীতে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রশাসনকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে মাদক পাচারকারীরা গ্রেপ্তার হচ্ছে তার জন্য সাধুবাদ জানাই বাংলাদেশের প্রশাসনকে।

আরও পড়ুন

×