নটর ডেম কলেজের প্রতিষ্ঠাতা রিচার্ড উইলিয়ামের মৃত্যু

প্রকাশিত: 13/09/2020

নিজস্ব প্রতিবেদন :

নটর ডেম কলেজের প্রতিষ্ঠাতা রিচার্ড উইলিয়ামের মৃত্যু

নটর ডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফাদার ড. রিচার্ড উইলিয়াম টিম আর নেই। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

১৯২৩ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ড. রিচার্ড উইলিয়াম টিম। ১৯৫২ সালে ঢাকায় আসেন তিনি। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের অন্যতম এ পথিকৃৎ ছিলেন নটর ডেম কলেজের ষষ্ঠ অধ্যক্ষ। ড. রিচার্ড উইলিয়াম টিম ছিলেন একাধারে শিক্ষাবিদ ও জীববিজ্ঞানী, সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্মাননা পদক লাভ করেছেন ড. রিচার্ড উইলিয়াম টিম। মানবতার সেবায় জীবন উৎসর্গ করায় রেমন ম্যাগসেসে পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।

আরও পড়ুন

×