প্রকাশিত: 18/09/2020
চট্রগ্রামের সাতকানিয়ায় স্বামীর দায়ের কোপে নুসরাত শারমিন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী আবদুর রহিমকে (৩৮) আটক করেছে।
স্থানীয়রা জানান, নুসরাত গত কয়েকদিন বাপের বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তার ভাই স্বামীর ভাড়া বাসায় পৌঁছে দেন। নুসরাতের ভাই চলে যাওয়ার পর বাসার ভিতর থেকে নুসরাতের চিৎকার শুনতে পান পার্শ্ববর্তী বাড়ির তসলিমা আক্তার নামে এক নারী।
এসময় আবদুর রহিমকে বলতে শুনেন, আজ আমার স্ত্রীকে মেরেই ফেলব। ঘরের ভেতর আহত স্ত্রীকে রেখে ৯৯৯ ফোন দিয়ে ঘটনার কথা বলে গা ঢাকা দেয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে।
পরে পুলিশ ঘরের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় আহত নুসরাত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে,স্বামী আবদুর রহিম সব সময় স্ত্রী নুসরাতকে ঘরের ভিতরে রেখে বাইরে তালা লাগিয়ে রাখতেন। স্ত্রীকে কোথাও বের হতে দিতেন না। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।