প্রকাশিত: 19/09/2020
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আক্তার হোসেন সিকদার (৫০)। তিনি গোলাপবাগে ‘যাতায়াত পরিবহনের’ কাউন্টার ম্যানেজার ছিলেন।
শনিবার ভোরে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকাভর্তি একটি হাতব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এরপর চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।
স্বজনদের মারফত জানা জানায়, আক্তার হোসেনের বাড়ি কুমিল্লা মুক্তিনগর মাইনকারচর গ্রামে। ২ ছেলে ও স্ত্রী নিয়ে ধলপুর লিচু বাগান এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।