প্রকাশিত: 07/10/2019
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবরার হোসেন ফাহাদ নামের এক ছাত্রের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে । কাল রাতে আবরার হোসেন ফাহাদ নামের এই ছাত্রের লাস উদ্ধার করেন পুলিশ ।
জানা গেছে ছাএ আবরার হোসেন ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সতেরো তম ব্যাচ এর দ্বিতীয় বর্ষের ছাএ ছিলেন । আরো জানা যায় ফাহাদ তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ নিয়ে পড়াশোনা করতেন ।
পুলিশের কাছ থেকে জানা গেছে আবরার হোসেন ফাহাদের শরীরে আগাতের চিন্হ আছে । তবে তা দেখে বুজা যায় তাকে কিছু দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়েছে ।
পুলিশ ময়না তদন্তের জন্য লাস ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে ।
উল্যেখ্য এই নিউজটি লেখা পর্যন্ত কে বা কারা এই কাজ করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি ।