দক্ষিণ জানার গোনা এলাকায় বন বিভাগের প্রশ্নবিদ্ধ অভিযানে ২০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি।

প্রকাশিত: 20/09/2020

দিদারুল আলম জিসান

দক্ষিণ জানার গোনা  এলাকায় বন বিভাগের প্রশ্নবিদ্ধ অভিযানে ২০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি।

কক্সবাজার   দক্ষিণ বন বিভাগের প্রশ্নবিদ্ধ অভিযানে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের ২০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।   দক্ষিণ জানার গুনা  মনোর‌ গুনা নামক এলাকায় এই নেক্কারজনক অভিযান পরিচালনা করছে করা হয়েছে। মনোর গোনা সহ ওই এলাকায় প্রভাব বিস্তার করে বনভূমিও সরকারী  বনভূমির হাজার হাজার একর জমি জবর দখল করে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রভাবশালী সেন্টিকেট । এতে বনবিভাগের অসৎ কর্মকর্তারাও জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কক্সবাজার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের  কে ভুলভাল,   উল্টো বুঝিয়ে প্রভাবশালী সিন্ডিকেটের একটি অসৎ  কুচক্রী মহল , উক্ত অভিযান পরিচালনা করা হয়েছিল ,বলেও অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবার। মনোর গুনার জমির মালিক মনোর পরিবারের মধ্যে খোকন, ও আবু ছৈয়দ, সহ সপরিবারে একটি মাছের ফিশারি এবং কিছু জমির মধ্যে বিভিন্ন ফলের বাগান  করে আসছিল। অনাকাঙ্ক্ষিত অভিযানে প্রায় ১০ লাখ টাকার উপরে মাছ পানির মধ্যে ভেসে  দেওয়া হয়েছে,,  এবং বিভিন্ন জাতির জাতির অনেক গাছের মধ্যে পেঁপে গাছের চারা ৬২০, আম গাছের চারা ৫০০ পিস, লিচু গাছের চারা ৫২০ ,আমরা গাছের চারা ৫০০ পিস ,পেয়ারা গাছের চারা ১৫০০  পিস ,সুপারি গাছের চারা ১০০০০ পিস ,কচু বাদাম এর চারা একহাজার পিস্ ,কমলা গাছের চারা  ১০০০  পিস , লেবু গাছের চারা ১০  হাজার পিস , আমলকি গাছের চারা ৫২০  পিস ,কাঁঠাল গাছের চারা ১০০০ পিস  জাম্বুরা গাছের চারা সহ বিভিন্ন সবজি লাউ মিষ্টি লাউ সবজি কেটে তছনছ করে  করে ,  এবং উক্ত উল্লেখিত গাছের চারা কেটে খন্ড-বিখন্ড করে  ফেলা হয়েছে ।  অভিযানে অংশগ্রহণকারী একাধিক বাড়াতে লোকজন বলে জানা যায় । পরিবেশবাদীরা      বলছে বনবিভাগ  ও পরিবেশ অধিদফতর যেখানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে  গাছের চারা রোপণ করবে, এবং সেখানে  গাছ কর্তন করে, পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। কে বাঁচাবে কে বাঁচাবে পরিবেশ আর কে রক্ষা করবে পরিবেশের ভারসাম্য ,, যেখানে রক্ষকরাই ভক্ষক,  সেখানে দেখা গেছে হাজার হাজার গাছের চারা কেটে খন্ড-বিখন্ড করে তছনছ করে ফেলছে , এবং অসহায় পরিবারের ফিশারি মাছ অযথা ছেড়ে দিয়ে তাহাকে রাস্তার ফকির করে ফেলছে,  এটা সভ্যতা মানবতার ভিতরে কোন অসাধু ব্যক্তিরা কাজ ছাড়া কিছুই নয়, মানবতার কোন ভিতরে পড়তে পারেনা। দক্ষিণ জানার গোনা    ফুট কালি সহ ওই এলাকায় হাজার হাজার একর জমি ভূমি দস্যু প্রভাবশালী সিন্ডিকেট  সহ  অসাধু বন বিভাগ এর যুগ সাজেশে   প্রতিদিন প্রতিনিয়ত বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাধারণ জনগনের ও জানেন।   এদিকে এলাকার জনগণ পরিবেশবাদী ও সচেতন মহলেরা   ফলবাগান  ও বিভিন্ন জাতি প্রজাতির ছোট ছোট বাগান কেটে খন্ড-বিখন্ড করে তছনছ সহ মাছের ফিশারি ছেড়ে দিয়ে লাখ লাখ টাকার মাছ পানিতে ভেসে দেওয়ার বিষয়টি একটি প্রশ্নবিদ্ধ অভিযান বলে মনে করছে। ক্ষতিগ্রস্ত পরিবার এলাকার সচেতন মহলেরা   এ বিষয়ে  কক্সবাজার জেলা প্রশাসক ও  সংসদসহ উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি  প্রদান ও   তাদের   ক্ষতিপূরণের দাবি জানিয়ে একটি মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।  

আরও পড়ুন

×