খুনিয়াপালং বরডেবা এলাকায়  দিন দুপুরে ছিনতাই করে নগদ টাকা ও মোবাইল লুট!

খুনিয়াপালং বরডেবা এলাকায়  দিন দুপুরে ছিনতাই করে নগদ টাকা ও মোবাইল লুট!

কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রামু মরিচ্যা সড়কের মাঝামাঝি দারায়ার দীঘী  বরডেবা  স্টেশনের মধ্যে ২০ সেপ্টেম্বর দুপুর একটার সময়  ছিনতাইয়ের  ঘটনা   ঘটছে । সূত্রে জানা যায়  ,   মোহাম্মদ আমীন ও তার স্ত্রী হুমায়রা বেগম সহ দুইজন ছেলে মেয়ে সিএনজি যোগে মরিচ্যা  থেকে রামু যাওয়ার পথে  ,  বরডেবা  এলাকায় পৌঁছলে  বরডেবা মাঝের পাড়া  এলাকার , নুরুল ইসলামের ছেলে সোহেল ২৫  ও আবুল কাশেম মুন্সির ছেলে কামাল ৩২   সহ চার-পাঁচজন অজ্ঞাত বখাট ছেলে যৌথভাবেই সিএনজিটি অবরোধ করে প্রকাশ্যে  ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ  উঠেছে  ।  ছিনতাইয়ের শিকার  হওয়া পথচারী  খুনিয়াপালং দোয়া পালাং এলাকার আব্দুল হকের ছেলে পোল্ট্রি ফার্মের ব্যবসায়ী বেলাল   উদ্দিন সোহেল /    রামু থেকে মরিচ্যা  আসার পথে ছিনতাই করতে হঠাৎ দেখতে পেলে তার ব্যবহৃত  মোটরসাইকেল থেকে নেমে জিজ্ঞাসা করার সাথে সাথেই ছিনতাইকারী,   সোহেল ও কামাল তাকে লোকজনের সামনে হেনস্তা করে উল্টো  ব্যাপক  মারধর করে জোরপূর্বক তার পকেট থেকে নগদ 30 হাজার টাকা ও তিনটি মূল্যবান মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। তবে অভিযুক্ত ছিনতাইকারীদের মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইল রিসিভ না করার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  এ বিষয়ে স্থানীয় মেম্বার আবু তাহের টুনু দুইজন টম টম  ড্রাইভারকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে  ,   ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলে জানা গেছে। ছিনতাইয়ের শিকার হওয়া পোল্টির ব্যবসায়ী বেলাল উদ্দিন সোহেল জানিয়েছেন রামু থেকে মরিচ্যা  আসার পথে হঠাৎ বরডেবা  এলাকায় আসলে হঠাৎ তাকে ছিনতাইকারীরা মোটরসাইকেল থেকে জোরপূর্বক নামিয়ে লোকজনের সামনে,  ব্যাপক উলঙ্গ করে মারধর করেন ,    এবং তার গায়ের কাপড় চোপড় ছিড়ে ফেলে তার কাছ থেকেই নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন সহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান  ।তখন ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা সকল কিছু দেখেছেন বলে জানিয়েছেন অনেকে  ,   বেলাল উদ্দিনের বাবা আবদুল হক জানিয়েছেন তারা এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কে অবগত করে    রামু থানায়  একটি ছিনতাইয়ের মামলা করবেন।ঘটনার বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ কে দৃষ্টি   আকর্ষণ করা হলে তিনি বলেন ছিনতাই অথবা ডাকাতির কোন বিষয়ে এখনও লিখিত তার কাছে অভিযোগ আসেনি      তবে অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।     এদিকে  দিন-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটার ব্যাপারে   বরডেবা   ও খুনিয়াপালং এলাকার অনেকেই নিন্দা জানিয়েছেন  ‌এবং অভিযুক্তদের আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন  ।   

আরও পড়ুন

×