টেকনাফ হলবনিয়া ধারকৃত টাকা চেয়ে উল্টো হুমকির শিকার প্রবাসী'র স্ত্রী 

প্রকাশিত: 27/09/2020

মিসবা উল্লাহ

টেকনাফ হলবনিয়া ধারকৃত টাকা চেয়ে উল্টো হুমকির শিকার প্রবাসী'র স্ত্রী 

টেকনাফ বাহার ছড়া হলবনিয়া ধারকৃত টাকা চাইলে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুয়েক জন ব্যক্তির বিরুদ্ধে। 

সুত্রে  জানায়, গেল দুয়েক বছর আগে বাহার ছড়া স্থানীয় হলবনিয়া এলাকার হামিদা বেগম নামের দুবাই প্রবাসীর স্ত্রী পাশ্ববর্তী এলাকার আলী হোসেনের ছেলে মোঃ জামাল হোসেন নৌকা তৈরির জন্য সাময়িক সহায়তা স্বরুপ ৪৫ হাজার টাকা ধার চাইলে ৪৫ হাজার টাকা প্রদান করে।

কিন্তু পরবর্তীতে ধার দেওয়া টাকা চাইতে গেলে শুরু হয় নানা বাহানাসহ সময়ক্ষেপণ। এই জন্য স্থানীয় জনপ্রতিনিধির কাছে টাকা উদ্ধার করে দিতে সহায়তা চাইলে জনপ্রতিনিধির চুপ মেরে বসে থাকে।

এভাবে এলাকার অনেক গণমান্য ব্যক্তির দারস্থ হলে অবশেষে মুসলিম মিয়ার টাকা উদ্ধার করে দিবে বলে আশ্বাস দেয় তখন জামাল হোসেন ৮ মুসলিম মিয়াকে ৮ হাজার টাকা দিয়ে চুপ করে রাখে।

এরপর আবার একই এলাকার শাকের উল্লাহ দারস্থ হয় সেই টাকা উদ্ধার করে দিতে হামিদা বেগম থেকে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করে ১৫ হাজার টাকা দেওয়ার পর সেইও চুপে গেছে।

এখন মুসলিম মিয়া, শাকের উল্লাহ ও জামাল হোসেন কাছে টাকা চাইতে গেলে হুমকি ধমকির স্বীকার হচ্ছে বলে অভিযোগ করেছে হামিদা বেগম। এর জন্য তিনি আইনগত ব্যবস্থাগ্রহণে স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করছেন।

আরও পড়ুন

×