মাটির দেয়ালে চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশিত: 27/09/2020

নিজস্ব প্রতিবেদন:

মাটির দেয়ালে চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে শনিবার মধ্য রাতে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন ছিলেন পেশায় একজন ভ্যানচালক । 

ঝাউপাড়া গ্রামের মনজুরুল ইসলাম মনজু জানান, রবিবার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপুত্র হোসাইন ও হাসিনুর নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। 

লোকজন দ্রুত মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিল। গতকাল শনিবার দিনে ও রাতে মুষলধারে বৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে এতে মাটির ঘরের দেয়ালটি ধসে পড়ে।

আরও পড়ুন

×