এমসি কলেজে গণধর্ষণ: আরও এক আসামি মাহফুজুর রহমান মাসুম গ্রেফতার

প্রকাশিত: 29/09/2020

নিজস্ব প্রতিবেদন :

এমসি কলেজে গণধর্ষণ: আরও এক আসামি মাহফুজুর রহমান মাসুম গ্রেফতার

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আরও এক আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ। গতকাল সোমবার রাতে সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকার মাহফুজের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এজাহারনামীয় ৫ আসামিসহ ৭ জনকে গ্রেফতার করল সিলেট রেঞ্জপুলিশ ও র‌্যাব।

উল্লেখ্য, গত শুক্রবার সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

আরও পড়ুন

×