প্রকাশিত: 29/09/2020
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, গুলশান ইউনিট থানা, ঢাকা জেলার মোঃ আখতারুজ্জামান গাজী (৪৫) গতকাল সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি গতকাল সারাদিন গুলশান যুব উন্নয়ন কার্যালয়ে অফিস করে বিকালে বাসায় ফিরেন এবং সন্ধায় অসুস্থ বোধ করলে নিজেই বাসার কাছে এক ফার্মেসীতে ওষুধ নিতে গিয়ে সেখানেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি গাড়িতেই মারা যান। গাজী সাহেব অফিসের একজন দায়িত্বশীল ও ভাল সহকর্মী ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে গুলশান ইউনিট থানার পরিচালক কাজী বন্যা আহমেদ সহ অফিসের সকল কর্মকর্তাগন গভীর ভাবে শোকাহত ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও তিনপুত্র সন্তান রেখে গেছেন। মোঃ আখতারুজ্জামান গাজীর মৃত্যুতে ডে-নাইট ফাউন্ডেশন ও ডে-নাইট যুব সংস্থার সভাপতি মোঃ সাদেকুল ইসলাম সাদিক গভীর শোক প্রকাশ করেন এবং সংস্থার সকল নির্বাহীগণ তাহার আত্মার মাগফেরাত কামনা করেন।