মেহেরঘোনা রেঞ্জের বিশেষ অভিযানে অবৈধ বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ ।

প্রকাশিত: 03/10/2020

দিদারুল আলম জিসান

মেহেরঘোনা  রেঞ্জের    বিশেষ অভিযানে অবৈধ  বালি উত্তোলনের   ড্রেজার মেশিন জব্দ ।

 

 

কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের বিশেষ অভিযানে বন বিভাগ এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন 2019 ইন জব্দ করা হয়েছে , অভিযানের,  নেতৃত্ব দিয়েছেন মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন, বিট কর্মকর্তা জাকির ,‌ বন প্রহরী সহ দশ বারোজন যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। এলাকাটিতে ভূমিদস্যুরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অবৈধভাবে বালির  মেশিন বনভূমির মাটিতে ঢুকিয়ে  ।    হাজার হাজার গাড়ি বালি উত্তোলন করে যাচ্ছে বনভূমির অফিসার সহ প্রশাসনকে কোনভাবেই    তোয়াক্কা করেনা প্রভাবশালী ভূমিদস্যু পাহাড়   খেখুরা ,  এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না এলাকাটিতে  ,  বন বিভাগ থেকে এলাকাটি গভীর এবং প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় এবং সেখানে কোন ধরনের বসত বাড়ি না থাকায় ভূমিদস্যুরা একাধিকবার বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে।    ভয়ঙ্কর ভূমিদস্যু পাহাড় খেকোদের বালি উত্তোলনের  মেশিন জব্দ   করায় একটি নজিরবিহীন সাহসী অভিযান মনে করছে সচেতন মহল।

 

 2 অক্টোবর 2020 শুক্রবার সকাল ভোর ৬ টাায়        ,মেহেরঘোনা রেঞ্জ এর নেতৃেত্ব বিট কর্মকর্তা,মেহেরঘোনা,  ও ষ্টাফ,ভিলেজারসহ মেহেরঘোনা রেঞ্জের মাছুয়াখালী বিটের কানছিরাঘোনা এলাকায় সরকারি সংরক্ষিত বনের মধ্যদিয়ে প্রবাহিত খাল হতে ও পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টাকালে একটি ড্রেজার মেশিন ও 100 ফুট পাইপ জব্দ করা হয়।জড়িতদের বিরুদ্ধে পি ও আর বন    মামলা দায়ের করা হয়েছে  । ।অভিযানে সাহসী ভুমিকা নেওয়ার জন্য    মেহের ঘোনা  রেন্জ  কর্মকর্তা দের কে   স্বাগত জানিয়েছে এলাকাবাসী  ।  

আরও পড়ুন

×