স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: 10/10/2020

অনলাইন ডেস্ক:

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

ফেনীর সোনাগাজীতে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সেই আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন নয়নকে (৫০) দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল ও সাধারণ সম্পাদক মাহফুজ আলম মিয়াজী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

তমিজ মতিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার (অক্টোবর) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। 

গতকাল শুক্রবার ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। তমিজ উদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদ করলে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করে। 

প্রসঙ্গত, তমিজ উদ্দিনের ফার্নিচার দোকানের এক কর্মচারীর মেয়ে গত ১ অক্টোবর তার দোকানের সামনে দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে তাকে জোর পূর্বক দোকানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হুমকি দেওয়া হয় ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার বাবাকে হত্যা করা হবে। বিষয়টি তমিজ উদ্দিনের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য তাকেও সে মারধর করে। পরে তাদের ঝগড়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। 

এরপর গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী তার বাবা-মাকে ঘটনাটি জানালে তার মা রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করে। পরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। 

আরও পড়ুন

×