প্রকাশিত: 16/10/2020
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডলের নির্দেশনায় ও উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেমের নেতৃত্বে রেইডিং টিম গঠন করে ১৬/১০/২০২০ ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে এগারোটায় কক্সবাজার সদর মডেল থানাধীন আলীর জাহাল প্রধান সড়কস্থ ফারুকী সুপার সপ নামীয় দোকানের সামনে থেকে আবু বক্কর (৪৮), পিতা- মৃত ইসলাম মিয়া, সাং- আলীর জাহাল, এসএম পাড়া, ০৫ নং ওয়ার্ড, কক্সবাজার কক্সবাজার ডিএনসি শহরের আলীর জাহাল থেকে দুই হাজার ইয়াবা সহ মাদক কারবারি আটক করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডলের নির্দেশনায় ও উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেমের নেতৃত্বে রেইডিং টিম গঠন করে ১৬/১০/২০২০, কক্সবাজার সদরকে ২০০০ ( দুই হাজার) পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেম বাদী হয়ে আটককৃত ব্যক্তি আবু বক্করকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) অনুসারে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। চলমান মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।