পরিচয় গোপন করে পোলিং এজেন্ট, ইউপি সদস্যসহ আটক ৪

প্রকাশিত: 20/10/2020

অনলাইন ডেস্ক:

পরিচয় গোপন করে পোলিং এজেন্ট, ইউপি সদস্যসহ আটক ৪

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরিচয় গোপন করে পোলিং এজেন্ট ও জালভোট দেয়ার অভিযোগে ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন– কড়ইবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈনুদ্দিন, একটি বাড়ি একটি খামারে কর্মকর্তা হাবিবুর রহমান, জাকির হোসেন ও তানজিলা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তারিকুল ইসলাম জানান, ওই চার ব্যক্তির দুজন পরিচয় গোপন করে পোলিং এজেন্ট হয়েছেন এবং অপর দুব্যক্তি এ কেন্দ্রের ভোটার নন। এর পরও জালভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ জন্য তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচন কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করব না। কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

×