প্রকাশিত: 13/10/2019
গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা গ্রেফতার হয়েছে -২ জন
চুয়াডাঙ্গায় শহরতলির তালতলা গ্রামের এক গৃহবধূর শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাতে পাশের এলাকা ইসলামপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ।ইসলাম পাড়া এলাকার অপরুপ হোসেন তার বয়স (২৬) এবং ছানোয়ার হোসেনের ছেলে রিপন (২৫) ।
আরও জানা যায় ; শহরতলির তালতলা গ্রামে সন্তান নিয়ে বাবা-মায়ের সঙ্গে বসবাস করছিলেন মালেয়শিয়া প্রবাসীর স্ত্রী আফসানা মিমি। প্রায়ই সময় তাকে উদ্দেশ্য করে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিল পার্শ্ববর্তী এলাকার অরুপ ও রিপন।আর শনিবার সন্ধায় গৃহবধু তার বাসার সামনে গেটে একা দাড়িয়েছিলো । এ সময়ে গৃহবধূকে কেন্দ্র করে জলন্ত দিয়াশলাইয়ের কাঠি ছুরে মারে । এতে তার পড়া কাপড় ও হাতের কিছু অংশ পুড়ে যায়। গৃহবধূ চিৎকার করে উঠে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যায় । এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আফসানা মিমি বাদী হয়ে দুজনকে আসামি করে শনিবার রাতে থানায় একটি হত্যাচেষ্টা মামালা করেছেন।মামলার পর পরই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।