সিলেটে শাহপরানে ইয়াবার আস্তানা গড়ে তুলেছিলেন মুন্নী

প্রকাশিত: 15/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

সিলেটে শাহপরানে ইয়াবার আস্তানা গড়ে তুলেছিলেন মুন্নী

সিলেট মহানগরীর শাহপরানে মরিয়ম আক্তার মুন্নী (২৯) ইয়াবা বিক্রি ও সেবনের আস্তানা গড়ে তুলেছিলেন। সে শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে এবং আশ্রিতার ছদ্মবেশে নিষিদ্ধ মাদক ট্যাবলেট ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন।

গতকাল শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সিলেট মহানগর পুলিশ জানিয়েছেন।

মরিয়ম আক্তার মুন্নী সিলেটের বিমানবন্দর থানার শাহী ঈদগাহ ভ্যালি সিটির বেদানা হাউসের আজহারুল ইসলাম মুমিনের স্ত্রী। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্লাহ জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের টহলরত একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে মুন্নিকে গ্রেফতার করে। এর আগেও মুন্নীর বিরুদ্ধে শাহপরান থানায় মামলা ছিল।

বিভিন্ন সূত্রমতে, মুন্নী শহরের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারী হিসেবে ক্রয় করে তা বাসা বাড়িসহ বিভিন্ন স্থানে বিক্রি ও নিরাপদ স্থানগুলো বেছে নিয়ে তা সেবনের আসর বসাতো।

গ্রেফতার মরিয়ম আক্তার মুন্নীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে পুলিশ কর্মকর্তা আশরাফ উল্যাহ জানিয়েছেন।

আরও পড়ুন

×