বেনাপোলে বিজিবি'র পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে বিজিবি'র পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর ও শিকড়ি গ্রাম থেকে আজ রবিবার (১৫ই নভেম্বর) বেলা ১২টার সময় পৃথক ২টি অভিযানে ১,৪৬৪ বোতাল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের কাশেমের ছেলে মিজান (২৯), একই এলাকার আফছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড় আঁচড়া গ্রামের  মৃত- সিরাজ খালাসীর ছেলে আলী মোহন ও শিকড়ি গ্রামের মৃত- নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)।

৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, মাদক পাচারের  গোপন সংবাদে,বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের গলাচিপা পোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১,৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মিজান,মোহন ও জাহিদুরকে আটক করা হয়।

অপরদিকে,শিকড়ি সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে ৭০ বোতল  ফেন্সিডিলসহ মিজানুর রহমানকে আটক করা হয়।

তিনি আরো জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×