প্রকাশিত: 28/11/2020
ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া উপজেলায় নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত নববধূর নাম সুরভী। দীর্ঘদিন প্রেম করার পর ১১ মাস আগে গত ১ জানুয়ারি তারা বিয়ে করেন।
গতকাল শুক্রবার রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. ইউসুফ আল কাইফ (৩৫) পলাতক রয়েছেন।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে।
নিহত গৃহবধূ সুরভীর মা ফরিদা বেগম জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুরভীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল যৌতুকের জন্যই তার স্বামী ইউসুফ আল কাইফ পরিকল্পিতভাবে হত্যা করেছে।