জামালপুর সরিষাবাড়ীতে মাদকের টাকা না পেয়ে কৃষককে কুপিয়ে আহত

প্রকাশিত: 03/12/2020

নিজস্ব প্রতিবেদন:

জামালপুর সরিষাবাড়ীতে মাদকের টাকা না পেয়ে কৃষককে কুপিয়ে আহত

আজ মঙ্গলবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের মাদকের টাকা না পেয়ে মাদকসেবী নাজিম উদ্দিন 
আনছার আলী নামে এক কৃষককে কুপিয়ে রক্তাক্ত করেছে।তিনি পেশায় একজন কৃষক।এলাকাবাসীর কাছ থেকে জানা যায় যে, হানিফ উদ্দিনের মাদকাক্ত ছেলে নাজিম উদ্দিন প্রায় সময় কৃষক আনছার আলীর কাছ থেকে টাকা নিত।

আজ মঙ্গলবার দুপুরে মাদকাক্ত নাজিম উদ্দিন কৃষক আনছার আলীর কাছে টাকার দাবি করে।এতে কৃষক আনছার আলী নাজিম উদ্দিনকে টাকা দিতে 
রাজি না হওয়ায় রামদা দিয়ে কুপিয়ে হাতে ও গলায় জখম করে দেয়।এরপর স্থানায়ীরা আহত আনছার আলীকে সরিষাবাড়ী সদর হাসপাতালে ভর্তি 
করে। আরও জানা যায় যে, আহত কৃষক আনছার আলী (৪০) সরিষাবাড়ী উপজেলা ডোইয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
আহত আনছার আলী জানান, নাজিম উদ্দিন নিয়মিত নেশা করত। টাকা না পেলে হুমকি দিত । তাই  ভয়ে প্রায় সময় টাকা দিতাম । আহত আনছার
আলী হাসপাতাল থেকে মুক্তি পেলেই মাদাকাক্ত নাজিম উদ্দিনের বিরুদ্বে থানায় মামলা করব।সরিষাবাড়ীর ‍থানার ওসি আবু মো. ফজলুল করীম জানান,এখনও এ বিষয়ে আমরা অভিযোগ পাইনি পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

আরও পড়ুন

×