প্রকাশিত: 03/12/2020
অস্ত্রোপচারে রোগীর দুটি কিডনি কেটে ফেলার ঘটনায় তদন্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল বুধবার মানবাধিকার কমিশনকে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেছেন বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ।
দুই বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অস্ত্রোপচার করে এক রোগীর দুটি কিডনিই কেটে ফেলায় দুই চিকিৎসকসহ চার জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করা হয়। এই ঘটনার হাসপাতালের বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে এই মামলায় চার আসামির মধ্যে কাউকে আটক করেতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কিডনি জটিলতায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রওশন আরা বেগম। অস্ত্রোপচার করে তার একটি কিডনি ফেলে দেওয়া হয়। কিছুদিন পার না হতেই রওশন আরা বেগম আবার অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষা করে দেখা যায়, তার শরীলে কোন কিডনিই নেই। কয়েক মাস অসুস্থ থাকার পর তিনি মারা যান।