সিসিটিভি ফুটেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনাটি ধরা পড়ে

প্রকাশিত: 06/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

সিসিটিভি ফুটেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনাটি ধরা পড়ে

দু'জন ব্যক্তি কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার রাত ২ টার সময় দু'জন লোক পিঠে ব্যাগ বহন করে বাঁশের সিড়ি বেয়ে ভাস্কর্য বেদীতে উঠে। তারপর তারা ব্যাগ থেকে হাতুড়ি বের করে ২ মিনিটে ভাস্কর্যটি ভাঙচুর করে তারা নিরাপদে চলে যায়।

পুলিশ শহরের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, ভাঙচুরে অংশ নেওয়া দুজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আজ, রবিবার জেলা বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির একটি সভার আয়োজন করা হয়েছে। সেখানে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ পরিস্থিতি ঘোষণা করা হবে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

×