এবার প্রকৌশলী থেকে জঙ্গি 

প্রকাশিত: 14/10/2019

নিজেস্ব প্রতিবেদন

এবার প্রকৌশলী থেকে জঙ্গি 

এবার প্রকৌশলী থেকে জঙ্গি 

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্র ছিলেন মো.মেহদেী হাসান তামিম ও মো.আব্দুল্লাহ আজমির । তারা সেখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন । তবে ইঞ্জিনিয়ার হলেও মেহেদী ও আজমেরি নিজেদের পেশা বেছে নেননি । তারা জড়িয়ে পড়ে জঙ্গি কর্মকান্ডে । নব্য জেএমবির সদস্য হয়ে সম্প্রতি ঢাকার গুরিস্তান ও সায়েন্স ল্যাবে পুলিশ তাদের আটক করে । আরও জানা যায় যে ,গতকাল মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয় মো. আবদুল্লাহ আজমিরকে ।  মেহেদী ও আজমিরকে গতকাল সোয়া রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এঁদের কাছে একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। তারা নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। কুয়েটে পড়ার সময়ই তাঁরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িয়ে যান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা ভোলার একটি দুর্গম চরে প্রশিক্ষণ নেন।
২০১৯ সালের শুরুর দিকে ফরিদ উদ্দিন রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিকের নেতৃত্বে একটি সামরিক শাখা প্রতিষ্ঠা করেন (ফরিদ উদ্দিন রুমিকে গত ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ফতুল্লা থানাধীন রফিকের বাসায় বোমা তৈরির একটি কারখানা তৈরি করেন। গত ২৯ এপ্রিল গুলিস্তানে এবং ৩১ আগস্ট সায়েন্স ল্যাবে বোমা (আইইডি) হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তাঁরা। এ ছাড়া মালিবাগ, পল্টন ও খামার বাড়ির বোমা হামলায় ব্যবহৃত বোমা তৈরিতে বন্ধু রফিককে সহায়তা করেন তারা।

আরও পড়ুন

×