রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বন বিভাগের নাম ভাঙ্গিয়ে ব্যাপক চাঁদাবাজি

প্রকাশিত: 09/12/2020

দিদারুল আলম জিসান

রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বন বিভাগের নাম ভাঙ্গিয়ে ব্যাপক চাঁদাবাজি

কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ৯ নং   ওয়ার্ডের  হাইম্মার গোনা-   ও বিভিন্ন এলাকায়    বন বিভাগের নাম ভাঙ্গিয়ে   চাঁদাবাজি করছে একটি প্রভাবশালী সেন্টিকেট। মাঝেমধ্যে তারা   ক্ষমতাসীন

 দল আওয়ামী লীগের নাম ও  ব্যবহার করে তাকে ।  একটি যৌথ বন বিভাগের টহল নিয়ে  ২ জন নিরীহ লোকের গরুর খামারে  হানা দিয়ে ৮  ডিসেম্বর সকাল ১১ টায়   ব্যাপক ভাঙচুর চালিয়েছে। অভিযানের নামে নিরীহ 

লোকজনের ও গরুর খামার ভেঙ্গে ফেলা এটি প্রশ্নবিদ্ধ একটি অভিযান বলে মনে করছে এলাকাবাসীরা ।    দক্ষিণ মিঠাছড়ি 9 নং ওয়ার্ডের  তিন তিন  বারের  সাবেক নির্বাচিত  মুক্তার মেম্বারের ছেলে বর্তমান এম ইউপি সদস্য আবছার   এবং  ,খোকন  নামের  দুইজন 

যৌথভাবে  মিলে একটি    তাদের পুরনো 50 বছরের জমিতে গরুর খামার  তৈরি করলে   ,  তাদের কাছ থেকে চার লক্ষ টাকা চাঁদা দাবি   করে  একটি ভূমিদস্যু সেন্টিকেট ।   আর সেই চাঁদার টাকা না দিলে অভিযানের নামে নাটক সাজিয়ে বন কর্মকর্তাদের মিথ্যা অভিযোগ 

করে, হানা দিয়ে ভেঙ্গে দেওয়া হয় পলিথিন দিয়ে মোড়ানো গরুর খামার টি, ।  এতে নেতৃত্ব দেন   প্রভাবশালী সিন্ডিকেট ও বন বিভাগের সদস্য রা । স্থানীয় শাহাদাত করিম , নাইটগাট আব্দুল হাকিম , রায়হান উদ্দিন , সহ শত শত লোকজন বলছে  , অভিযানের নামে এটি একটি নাটকীয় এবং আফসার মেম্বারের জমি দখল করার চেষ্টা ।।গরুর খামারের মালিক আফসার মেম্বার  বলছে ,  একই  এলাকার বজল আহমদের ছেলে  ,    আব্দুস সালাম ও   আবদুস শুক্কুরের 

ছেলে,, সৈয়দ আলম ,,এবং দশ-বারোজন যৌথভাবেই বনবিভাগকে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের   গরুর খামারটি ব্যাপক ভাঙচুর করে ১০ / ১২ লাখ টাকার ক্ষতি করে এবং  চারটি গরু নিয়ে যাওয়া হয় ।ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।   

 অন্যদিকে কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলছে , বনভূমিতে অবৈধ জবরদখল হচ্ছে এমন অভিযোগ পেয়ে সকালে সে     -       চাইন্দা বিট কর্মকর্তা সহ বন বিভাগের  দশ-বারোজন বিশেষ অভিযান করে একটি গরুর খামার ভেঙে দেওয়া হয়েছে ।

বনভূমির সংশ্লিষ্ট বন  আইনে , অভিযুক্তদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হবে ।।তবে সেটি খাস জমি কিনা বা অন্য কোনো মিথ্যা অভিযোগের প্রেক্ষাপটে অভিযান করা হয়েছে কি-না সে বিষয়ে তিনি অবগত  নন ,  বলে জানিয়েছেন।   --

 

আরও পড়ুন

×