কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর : যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: 20/12/2020

নিজস্ব প্রতিবেদন :

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর : যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে স্থাপিত বহুল আলোচিত ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আনিসুর রহমান আনিসসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় গ্রেফতারকৃতরা হলো:-  কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস (৩৫), হৃদয় আহমেদ (২০) ও সবুজ হোসেন (২০)।

প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে যে, যুবলীগ নেতার সঙ্গে কয়া মহাবিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের সাথে দ্বন্দ্বের জের ধরে এই ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এঘটনার পরেরদিন শুক্রবার বাঘা যতীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনর রশিদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×