২০ টাকার অটোরিকশা ভাড়ার জন্য তর্কাতর্কি, অতপর: চালককে খুন

প্রকাশিত: 30/12/2020

নিজস্ব প্রতিবেদন :

২০ টাকার অটোরিকশা ভাড়ার জন্য তর্কাতর্কি, অতপর: চালককে খুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলায় আসামি মাহাবুবকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর কবিরহাট উপজেলার ভূইয়ার হাঁট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাটখিল উপজেলা গেইট থেকে মাহবুব অটোরিকশাটি ভাড়া করে প্রথমে নাজির কাচারি বাজারে নিয়ে যায়। সেখান থেকে ৮০ টাকার স্থলে ১০০ টাকা দিবে বলে ছোবহানপুর বাজারে নেয়ার জন্য বলে। কিন্তু রিকশা চালক নুর আমিন তাকে ১২০ টাকা দেওয়ার জন্য দাবি জানান। 

এ নিয়ে দু'জনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ধর্মপুর নির্জন স্থানে গেলে মাহবুব রিকশাচালকে রিকশা থেকে নামিয়ে মারতে শুরু করে। এতে অটোরিকশা চালক নুর আমিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সুপারি গাছের সাথে বেঁধে মৃত্যু নিশ্চিত করে।

পুলিশ জানায়, আটক মাহবুবের বিরুদ্ধে চাটখিল থানায় গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। 

আরও পড়ুন

×