প্রকাশিত: 21/01/2021
যশোরের বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে মনির হোসেন নামে এক ভুয়া সিআইডি অফিসারকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় তাকে আটক করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
সে ঢাকা গুলশান-২ ব্লক বাড়ি নং ৬৩, আনোয়ারা মঞ্জিল এলাকার বাসিন্দা বলে সে পুলিশকে জানিয়েছে। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানার কাঠিয়া গ্রামের দেব প্রসাদ মিত্রের ছেলে রিন্টু মিত্র।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, আটক মনির হোসেন ইমিগ্রেশন অফিসে ঢুকে কাস্টমস কর্মকর্তার সামনে ভারত থেকে ফিরে আসা এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে ধমকের সহিত জিজ্ঞাসা করেন আপনার কাছ থেকে কাস্টমস কর্মকর্তা কতো টাকা নিয়েছে। তাৎক্ষণিক কাস্টমস কর্মকর্তা তার পরিচয় জানতে চাইলে সে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয়। কাস্টমস কর্মকর্তা এআরও সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয় পত্র দেখতে চাইলে ইমিগ্রেশন পুলিশের কাছে নিয়ে গেলে তার পরিচয় পত্র ভুয়া বলে দাবী করেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার আসল নাম রিন্টু মিত্র (৪৫) ,পিতা মৃত দেবপ্রসাদ মিত্র সাতক্ষীরা সদরে কাঠিয়া গ্রামে বলে জানা গেছে।
তিনি আরো জানান, মনির হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।