২ রোহিঙ্গার হাতে জাতিয় পার্টি নেতা আনোয়ার খুন

প্রকাশিত: 31/01/2021

নিজস্ব প্রতিবেদন :

২ রোহিঙ্গার হাতে জাতিয় পার্টি নেতা আনোয়ার খুন

চট্রগ্রামের লোহাগাড়া উপজেলায় ২ রোহিঙ্গার হাতে জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন (৪২) হত্যাকান্ডের শিকার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই রোহিঙ্গা যুবক টাকার লোভে তাকে হত্যা করেছে। এ ঘটনায় আনসার নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার দরবেশহাট এলাকা থেকে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় পার্টি নেতা আনোয়ার পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। দরবেশহাট সওদাগরপাড়া এলাকায় তার খামারবাড়িতে কাজ করতেন দুই রোহিঙ্গা যুবক। টাকার লোভে গত ৩০ ডিসেম্বর তারা আনোয়ারকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে তাদের দুজনের মোবাইল ফোন বন্ধ ছিল। 

পুলিশ আরো জানান, অভিযুক্ত আটক আনসার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। তবে তার সহযোগীকে এখনও আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

×