বেনাপোলে বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক-৫

বেনাপোলে বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক-৫

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে তাদের আটক করে। আটকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ১. সিরাজ ব্যাপারির ছেলে হাফিজুর রহমান (২৭), ২. মৃত ইউনুচ মোল্লার ছেলে মাহাবুর (৩১), ৩. মৃত, মিজানুর রহমানের ছেলে রেজাউল (৪০), ৪. রবিউলের ছেলে বিপ্লাব হোসেন (৩৩) ও ৫. আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০)।

পুলিশ জানায়, আটকৃত আসামিরা করোনার মধ্যে তেরঘরের ভেতর থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। স্থানীয়দের কাছ থেকে  এধরনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের উপর নজরদারি বৃদ্ধি করে। সোর্সের দেওয়া সংবাদে পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া দৌলতপুর প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার উপর হতে আটক করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার মামলা নং-১২ তাং-০৯/০২/২০২১ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ রুজু করা হয়েছে।

আরও পড়ুন

×