বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ আটক তিন নারী

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ আটক তিন নারী

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া তিন রাস্তার মোড়ে চারা বটতলা এলাকা হতে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভারতীয় ৪৩ বোতল ফেন্সিডিল সহ নুর জাহান (৪০), মালা (৩৫) ও সপনা (৪০) নামে ৩ নারীকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ ।

আটক নুর জাহান যশোর শংকরপুর এলাকার বাবুল হোসেনের স্ত্রী ও মালা যশোর শংকরপুর এলাকার সাজ্জাদুল ইসলামের স্ত্রী এবং সপ্না যশোর বাঘারপাড়া শেখের বাজন গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার এএসআই মাসুম পারভেজ জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর নিকট গোপন খবর আসে ৩ নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল নিয়ে পুটখালী হতে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদে ওসি মামুন খান, এসআই মফিজুর রহমান, এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে হাতেনাতে আটক করেন।

এএসআই মাসুম পারভেজ জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামী কাল যশোর কোর্ট হাজতে প্রেরন করা হবে।

আরও পড়ুন

×