প্রকাশিত: 24/02/2021
নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ছাদেকপুর গ্রামের ওলি বেপারিবাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনবাগ থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী আব্দুর রব বাবুলকে (৬০) আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি বলেন, অভিযুক্ত স্বামী বিদেশে ছিলেন। বাড়িতে আসার পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায়, সকালে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয় স্ত্রী তাহমিনা আক্তার মিনা (৫৫) ও স্বামী আব্দুর রব বাবুলের সঙ্গে একপর্যায়ে বাবুল তার স্ত্রীকে ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যা করেন। নিহত মিনা দুই সন্তানের জননী।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে