টিপু রাজাকারের মামলার রায় দিবে যে কোন দিন ;

প্রকাশিত: 17/10/2019

নিজেস্ব প্রতিবেদন

টিপু রাজাকারের মামলার রায় দিবে যে কোন দিন ;

টিপু রাজাকারের মামলার রায় দিবে যে কোন দিন ;

ছাত্র শিবিরের সাবেক নেতা রাজশাহীর বোয়ালিয়ার মো.আব্দুস সাত্তার ওরফে টিপু তার নামে একাত্তরের যুদ্ধাপরাধ মামলা রয়েছে তারই রায় দিয়ে দিবে যে কোনো দিন  । বৃহস্পতিবার প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানির শেষে বিচারপতি শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে । 
আরও জানা যায় মামলায় আরও ৬ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন , আটক , অপহরণ ও লুন্ঠনের অভিযোগ রয়েছে ।  ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৭ সালের ২ মে টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু করে। তদন্ত শেষে গত বছর ২৭ মার্চ ছাত্রশিবিরের এই সাবেক নেতার বিরুদ্ধে প্রতিবেদন দেয় প্রসিকিউশনের তদন্ত দল। এমনকি রাজশাহির বেয়ালিয়ায় ১০ জনকে হত্যা আরও ২ জনকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করার জন্য , ১৩ টি বাড়ির মালপাত্র লুট করার অভিযোগে  এবং লুট করার পর আগুন দেবার অভিযোগ তদন্ত করে পাওয়া যায় ।ছয়জনের মধ্যে মনো , মজিবর রহমান, আবদুর রশিদ সরকার, মুসা ও আবুল হোসেন আগেই মারা যান । বেঁচে আছেন একমাত্র টিপু সুলতান । গত বছর ২৯ মে প্রশিকিউশনের  দেওয়া আনুষ্ঠানিক অভিযোগের মাধ্যমে ৮ আগষ্ট অভিযোগ  গঠনের মধ্য দিয়ে টিপু সুলতানের বিচার শুরু করার আদেশ দেয় ট্রাইব্যুনাল । একাত্তরে মুক্তিযুদ্ধের সময় টিপু সুলতান জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৮৪ সালের পর থেকে তাকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি । 

আরও পড়ুন

×