প্রকাশিত: 03/03/2021
চাঁদা না দেওয়ায় বরিশাল জেলার মুলাদী উপজেলার চরবাটামারা গ্রামের রাস্তা নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাটামারা ইউনিয়নের বাসিন্দা খোকন সরদার অভিযোগ করেন, তার বাড়ী থেকে বের হওয়ার জন্য রাস্তা নির্মান করার লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তার নিজের জায়গায় মাটি ভরাটের কাজ শুরু করলে স্থানীয় চাঁদাবাজ মৃত আলাউদ্দিন রাড়ীর ছেলে আনছার রাড়ী, মৃত হাসেম রাড়ীর ছেলে বাবুল রাড়ী, মানিক সরদারের ছেলে রাসেল সরদার, হারুন রাড়ীর ছেলে সোহেল রাড়ীসহ তাদের দলবল নিয়ে রাস্তার মাটি ভরাট কাজে বাধা দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।চাঁদা না দেওয়া পর্যযন্ত কাজ বন্ধ রাখার হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে গত ১মার্চ স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আইনি প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন খোকন সরদার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস জানান,চাঁদাবাজীর অভিযোগটি তিনি এখনও হাতে পাননি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।