প্রকাশিত: 03/03/2021
বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রাম থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাশেদ হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। আটক রাশেদ হোসেন বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি পূর্বপাড়া গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার পুলিশ জানায়, আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খানের নেতৃত্বে এস আই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল ভবেরবেড় গ্রামস্থ পূর্বপাড়া আসাদুলের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনাকালে ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাশেদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, আটক আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং-০১, তাং- ০২/০৩/২০২১ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।
তিনি আরো বলেন,আগামীকাল যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।