র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: 04/03/2021

নিজস্ব প্রতিবেদন :

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন (২৮)।

পুলিশের দাবি, নিহত দেলোয়ার হোসেন চিন্হিত মাদক ব্যবসায়ী। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় চার লাখ পিস ইয়াবা, একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

গতকাল বুধবার রাতে রামুর রাবারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম  র‌্যাব ৭-এর কর্মকর্তা মেজর মুশফিক জানান, বুধবার ভোরে দেলোয়ার হোসেনকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে আটক করা হয়। এর পর তার দেওয়া তথ্যের অনুযায়ী রাতে তাকে নিয়ে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ির রাবারবাগান এলাকায় অভিযানে যায় র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবাকারবারিরা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ওসি আজমিরুজ্জামান। তিনি জানান, র‌্যাব সদস্যরা রাতে গুলিবিদ্ধ একটি মরদেহ থানায় হস্তান্তর করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×