পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে গলা কেটে হত্যা

প্রকাশিত: 11/03/2021

নিজস্ব প্রতিবেদন :

পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে গলা কেটে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত নারীর নাম যমুনা পাল। গ্রেফতার দুজন হচ্ছে- যমুনা পালের পুত্রবধূ পলি রানী পাল ও তার কথিত প্রেমিক মেহেদী হাসান।

গতকাল বুধবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন।

ওসি ফরিদ হোসেন জানান, শাশুড়ি যমুনা পালকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পুত্রবধূ পলি রানী পাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরকীয়া দেখে ফেলায় এ হত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে গ্রেফতার প্রেমিক মেহেদীকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকালে রিমান্ডে নেওয়া হয়েছে।  

উল্লেখ্য, গত ৩ মার্চ রাতে শিবগঞ্জ পৌর এলাকার কুমারপাড়ার একটি ভাড়াবাসায় ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন ভোরে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ৫ মার্চ নিহতের ভাই কবির বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে তদন্ত করে জানা যায়- শাশুড়ি তার পুত্রবধূর পরকীয়া দেখে ফেলায় এ হত্যার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

×