৬০ কেজি ইলিশ জব্দ হলো চাঁপাইনবাবগঞ্জে

প্রকাশিত: 21/10/2019

নিজস্ব প্রতিবেদন

৬০ কেজি ইলিশ জব্দ হলো চাঁপাইনবাবগঞ্জে

৬০ কেজি ইলিশ জব্দ হলো চাঁপাইনবাবগঞ্জে 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সোমবার সকালে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে মাছ গুলো জব্দ করেছে উপজেলার মৎস্য অফিস । এবং জব্দ করা মাছ গুলো উপজেলার তিনটি এতিমখানায় দেওয়া হয়েছে । 


উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল জানান ,
প্রজনন মৌসুমে ইলিশ শিকার, বিতরণ ও  বিক্রি করা নিষিদ্ধ থাকার পরও এক শ্রেণীর অসাধু জেলে পদ্মায় ইলিশ শিকারে নেমেছে ।এরকম সংবাদের ভিত্তিতে মৎস্য অফিসের একটি দল শিবগঞ্জের পদ্মা নদীর বিভিন্ন ঘাটে তল্লাশি চালায়। এ সময় কালপুর, দুর্লভপুর ও আটরশিয়া এলাকা থেকে ফেরি করে ইলিশ বিক্রির সময় চারজন ইলিশ বিক্রেতার কাছ থেকে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে এ ঘটনায় ফেরিওয়ালাদের আটক করার আগেই তারা মাছ ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছগুলো উপজেলার ছত্রাজিতপুর, শিবগঞ্জ এতিমখানা ও দেবীনগর হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।


 

আরও পড়ুন

×